বলিউডের কিং খ্যাত শাহরুখ খান ক্রোয়েশিয়ার চমৎকার সব জায়গায় তার নতুন মুভি 'ফ্যান'র শুটিং নিয়ে ব্যস্ত। মুভিটির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় তিনি আঘাত পেয়েছেন। এতে তার হাঁটুর পেছনের পেশিতন্তু ছিঁড়ে গেছে। এজন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে। তা সত্ত্বেও শাহরুখ শুটিং চালিয়ে গেছেন! খবর এনডিটিভির
মুভিটির এক অ্যাকশন দৃশ্যে শাহরুখকে এক ব্যক্তি ধাওয়া করছিল। আর তিনি একটি ব্যস্ত রাস্তা দিয়ে দৌড়িয়ে ও লাফিয়ে যাচ্ছিলেন, এমন সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি। তবে সৌভাগ্যবশত তার আঘাত গুরুতর নয়। খবরে আরো বলা হয়, ৪৯ বছর বয়সী বলিউড অভিনেতা শাহরুখ খান তার কাজের প্রতি অনেক বেশী দায়িত্বশীল। তাই তিনি আঘাত পাওয়ার কিছু সময় পরেই আবার শুটিংয়ে ফিরে আসেন।
এদিকে, শাহরুখ টুইটারে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়ে একটি লেখা পোস্ট করেছেন। এতে তিনি লিখেন, 'সত্যিই কঠিন একটি সময়! হাঁটুর পেছন দিকের পেশিতন্তু ছিঁড়ে গেছে। প্রচুর পরিমাণে ইনজেকশন নিতে হচ্ছে। হাঁসের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। এমন নয় যে, আমি হাঁস পছন্দ করি না। কিন্তু হাঁসের মতো হাঁটাটা খুবই বিরক্তিকর।'
উল্লেখ্য, 'ফ্যান' মুভিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। যশরাজ ফিল্মসের ব্যানারে মুভিটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে মুভিটির।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ২০১৫/শরীফ