'মেরে সপনো কি রাণী কব আয়েগি তু'- বলিউডের এ গানটির দাবি পূরণ করতেই যেন চলচ্চিত্রে পা রেখেছিলেন রাণী মুখার্জী। 'রাজা কি আয়েগি বারাত' চলচ্চিত্র দিয়ে ১৯৯৭ সালে বলিউডে অভিষেক হয় রাণীর। হাস্কি অথচ প্রত্যয়ী কণ্ঠস্বরের মাদকতাতেই দর্শক মনে সাড়া তোলেন 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে। এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে বলিউডে জায়গাটা পোক্ত করে নেন কলকাতার এ যুবতী। আজ রানীর জন্মদিন।
১৯৭৮ সালের ২১ মার্চ কলকাতার বনেদি এক চলচ্চিত্র পরিবারে জন্মগ্রহণ করেন এ খ্যাতিমান অভিনেত্রী। রাণী মুখার্জীর শুরু অবশ্য কলকাতার 'বিয়ের ফুল' চলচ্চিত্র দিয়ে। এটি মুক্তি পায় ১৯৯৬ সালে। শুরুর দিকে তাকে বলিউডে সাফল্য পেতে খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। তবে সে দুঃসময়টা স্থায়ী হয়নি চলচ্চিত্র পরিচালক রাম মুখার্জী ও সঙ্গীতশিল্পী কৃষ্ণার এ মেয়েটির। রানীর ভাই রাজা প্রযোজক ও পরিচালক। খালা প্রখ্যাত চিত্রনায়িকা দেবশ্রী রায় ও বলিউডের তারকা অভিনেত্রী কাজল তার চাচাতো বোন।
মজার বিষয় হল, রাণীকে বলিউডের রাণী করে তোলা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর জন্য করণ জোহরের পছন্দ ছিলেন টুইঙ্কল খান্না। কিন্তু টুইঙ্কল চরিত্রটিতে কাজ করতে রাজি হননি। মূল নারী চরিত্রে কাজল থাকায় বলিউডের অনেক প্রথম সারির নায়িকাই সে চরিত্রে অভিনয় করতে রাজি হননি৷ রাজি হন রানী। এবং নিজের প্রতিভা দেখিয়ে দেন।
রাণী মুখার্জী অভিনীত অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে- বান্টি আউর বাবলি, হ্যালো ব্রাদার, হে রাম, কাহি পেয়ার না হো জায়ে, চোরি চোরি চুপকে চুপকে, নায়ক, সাথিয়া, পেহেলি, মঙ্গল পান্ডে, দিল বোলে হারিপ্পা ও তা রা পাম পাম।
ব্যক্তিগত জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ২০১৪ সালে।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৫/ এস আহমেদ