গত দুই বছরে বেশ কয়েকজন অভিনেত্রীর পদচারণা ঘটেছে রূপালী জগত বা ফিল্মপাড়ায়। এদের মধ্যে কেউ কেউ ঝরে পড়েছেন কেউ বা আবার তারকা যুদ্ধে নাম লিখিয়েছেন। সেই স্রোত এখনও বহমান। অর্থাৎ নতুনদের আলিঙ্গন করে নিতে প্রস্তুত আমাদের ফিল্মপাড়া। এ ধারাবাহিকতায় যোগ হতে যাচ্ছে আরও একটি নাম। আর তা হল তানহা তাসনিয়া।
মূলত রফিক সিকদারের ‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে রূপালী জগতে নাম লিখিয়েছেন এই উঠতি অভিনেত্রী। নিরবের বিপরীতে এ ছবিটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি গানের শুটিং করে কক্সবাজার থেকে গতকাল ঢাকায় ফেরেন তানহা। এ ছাড়া রাজধানীর উত্তরার একটি লোকেশনে শুটিং হবে ছবিটির আরও কিছু অংশের। অন্যদিকে ধূমকেতু ছবিতে শাকিবের বিপরীতে কাজ করছেন তানহা। সেই ছবিটির কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে ব্যস্ততা ঘিরে ধরেছে নর্দার্ন ইউনিভার্সিটির বিবিএ’র এ ছাত্রীকে।
রূপালী জগতের কর্মব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তানহা বলেন, আরও কয়েকটি ছবিতে প্রস্তাব পেয়েছি। প্রাথমিক কথা চলছে। চূড়ান্ত হলেই তা জানাব। এছাড়া শুটিং চলছে বেশ কয়েকটি নাটকেরও।
তানহা আরও বলেন, হুট করে মিডিয়াতে এলেও বুঝে শুনে পা ফেলতে চাই। অভিনয় করতে চাই ভিন্ন কিছু চরিত্রে। গতানুগতিক নায়িকার গন্ডি ভেঙ্গে নিজের অভিনয় পরিধিকে বাড়াতে চাই। দেখাতে চাই নিজের যোগ্যতা। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবে।