বলিউডের 'বিগ বি' খ্যাত অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগের মাধ্যমে আরেকটি নতুন মাইলফলক স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগের একটি মাধ্যম ফেসবুকে এই মেগাস্টারের অনুসারীর সংখ্যা ২ কোটিতে পৌঁছেছে। অমিতাভ নিজে তার ব্লগে এই কথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর
৭২ বছর বয়সী অমিতাভ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বরাবরই বেশ সক্রিয়। ফেসবুক, টু্ইটার ও ব্লগের মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে সামাজিক ও ব্যক্তিগত ব্যাপার শেয়ার করেন এই অভিনেতা। ফেসবুকে ২ কোটি অনুসারীর মাইলফলকে পৌঁছার কথা জানিয়ে অমিতাভ এক টুইটার বার্তায় লিখেন, 'হ্যাঁ, আমার ফেসবুক অনুসারীর সংখ্যা ২ কোটিতে দাঁড়িয়েছে এবং আপনারা যারা এই মুহুর্তে এই পোস্টটি পড়ছেন তাদের ভালোবাসা ছাড়া তা কখনোই সম্ভব হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আরেকটি মাইলস্টোনে পৌঁছেছি।'
শুধু ফেসবুক নয়, সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম টুইটারেও অমিতাভের প্রচুর অনুসারী রয়েছে। এই মাধ্যমটিতে বর্তমানে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ২০১৫/শরীফ