অতীতকে ভুলে কাল থেকে নতুনভাবে পথচলা শুরু করবেন হালের আলোচিত অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। ডুব মারবেন ব্যস্ততার রাজ্যে। সময় দেবেন একটি মিউজিক ভিডিও ও কয়েকটি বিজ্ঞাপন চিত্রে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি এমনটাই জানালেন। হ্যাপি বলেন, যে ভুল করেছি তা ভুলে যেতে চাই। ডিলিট করে দিতে চাই জীবনের এই অংশটুকু।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যম তার প্রেমের খবর প্রকাশ করে। বলা হয়, জনৈক সঙ্গীত শিল্পীর সঙ্গে প্রেমে মজেছেন হ্যাপি। বিশেষ করে সেই ব্যক্তির সঙ্গে হ্যাপির একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে খবরটি আরও বেগবান হয়।
এ বিষয়ে জানতে চাইলে হ্যাপি বলেন, খবরটি ভিত্তিহীন। তাছাড়া কাউকে দোষ দিয়েও লাভ হবে না। কারণ ফেসবুকে ছবিটি আপলোডের পরপরই নানারকম মন্তব্য শুনতে হয়েছে। এসব মন্তব্যকে পুঁজি করেই অনেক গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে। আসল খবর হলো ফাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। সবকিছু ঠিক থাকলে রাশেদ মজুমদারের পরিচালনায় আগামী পহেলা বৈশাখে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে এটি।
এই মিউজিক ভিডিওটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবেন দাবি করে হ্যাপি আরও বলেন, আশা করি ওয়ান অব দ্য বেস্ট মিউজিক ভিডিও হবে এটি। এর নির্দেশনা, পরিকল্পনা ও ফাহিমের সঙ্গে আমার রসায়ন দারুণভাবে উপস্থাপনা করা হয়েছে। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবে।