জেনেভা ইন্টারন্যাশনাল অরিয়েন্টাল ফিল্ম উৎসবে বিচারক হয়েছেন বাংলাদেশের নির্মাতা সামিয়া জামান। ২০ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবটি চলবে ২৯ মার্চ পর্যন্ত। উৎসটি আয়োজন করেছে ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দো ফিল্ম ওরিয়েন্টাল ডি জেনিভ (এফআইএফজি)।
এ প্রসঙ্গে জানতে চাইলে সামিয়া জামান জেনেভা থেকে জানান, ‘আমার ‘আকাশ কত দূরে’ ছবিটি গত বছর এ উৎসবে অংশ নিয়েছিল। এবার আয়োজকরা আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানায় এবং আমি সেটা আনন্দের সাথে গ্রহণ করি। এটা অবশ্যই সম্মানের বলে তিনি জানান।
সুইজারল্যান্ডের বিখ্যাত জেনেভা বিশ্বের সম্মেলনের শহর হিসেবে পরিচিত। অার এই শহরেই ১০ বারের মতো উৎসবটি আয়োজন করা হয়েছে। এবারের ফিল্ম উৎসবে অংশ নিচ্ছে ১০০টি ছবি। উৎসবের ছবিগুলো জেনেভার তিনটি স্থানে ও ফ্রান্সে দেখানো হবে। উৎসবে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’। সমাপনী দিন এটি প্রদর্শন হবে।
উল্লেখ্য, ঢাকা অান্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২ ও ১৩তম অাসরে জুরি বোর্ডের সদস্য ছিলেন সামিনা জামান। তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও কাজ করছেন।
বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৫/মাহবুব