ক্যারিয়ারের শুরু থেকেই কোয়েল মল্লিক দর্শকপ্রিয়তা পেয়েছেন। রাতারাতি হয়ে যান সুপারস্টার। তার অভিনয়ে মুগ্ধ সবাই। আর হবেই বা না কেন! তার রক্তে যে মিশে আছে অভিনয়। রক্তের উৎসটা নিশ্চয়ই সবাই জানেন। কোয়েল অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। সম্প্রতি কোয়েল তার ক্যারিয়ারের এক যুগ পার করলেন। এই তো সেদিন এলো অভিনয়ে, এরই মধ্যে এক যুগ পেরিয়ে গেল! অবাক হওয়ারই ব্যাপার। কিন্তু 'এক যুগ' নিমিষেই চলে যাওয়ার মূল কারণ, তুখোড় জনপ্রিয়তা। এখানে ভাটা পড়লেই মনে হতো, 'ইশ কোয়েল কত বিরক্তিকর!' যাই হোক, কোয়েলের এক যুগ পূর্তিতে তাকে সংবর্ধনা দিয়েছে দুই বাংলার একমাত্র ম্যাগাজিন 'আনন্দদিন'। ১৯ মার্চ সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতারা হোটেলে সংবর্ধনা দেওয়া হয়। ওই আসরে কোয়েলকে নিয়ে বিশেষ সংখ্যায় উদ্বোধন হয় ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক বাশারুল ইসলাম মুন্নার তত্ত্বাবধায়নে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, সোহম, আবির চ্যাটার্জি, পরমব্রতসহ আরও অনেক তারকা।