প্রায় একযুগ পর নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে ফিরছে ব্যান্ড ফিডব্যাক। দলটির সর্বশেষ অ্যালবামের নাম ছিল 'ফিডব্যাক টু'। অডিও সিডি আকারে নয়, ডিজিটালি প্রকাশ পাবে অ্যালবামটি। নতুন অ্যালবাম নিয়ে ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু বলেন, 'অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ছয়টি গান তৈরি হয়ে গেছে। যেহেতু দীর্ঘদিন পর আসছে আমাদের নতুন অ্যালবাম, তাই শ্রোতাদের আশাও অনেক বেশি। বিষয়টি মাথায় রেখেই গানগুলো করা হয়েছে।' নতুন অ্যালবামে গান লিখেছেন গুঞ্জন চৌধুরী, আফতাব খুরশীদ, সাঈফ এবং শাহনূর রহমান লুমিন। গানের এই অ্যালবাম প্রকাশ হবে ওয়েবসাইটে, কথা চলছে দেশের শীর্ষ টেলিকম কোম্পানির সঙ্গেও।