নায়িকার চরিত্রে নায়িকা। এক সময় যার লাস্যে, অভিনয়ে ঝড় উঠত পর্দায়, এখন তিনিই আসতে চলেছেন সেই পর্দায়। বলিউডের ট্র্যাজেডি কুইন মীনা কুমারী এবার সেলুলয়েডে। আর তার চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের কুইন কঙ্গনা রানৌত। পরিচালক তিগমাংশু ধুলিয়ায় চার-ফ্রেমে বন্দী করতে চলেছেন অতীতের সুপার হিট নায়িকার মীনা কুমারীর জীবনী। মীনা কুমারীর চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন কঙ্গনাকে। জানা গেছে, প্রয়াত সাংবাদিক বিনোদ মেহেতার মীনা কুমারীর জীবনালম্বনে লেখা বইটি আসলে অনুকরণ করা হচ্ছে এই বায়োপিকে।
মীনা কুমারীর চরিত্রে অভিনয় করার জন্য কঙ্গনা এতটাই উৎসাহিত যে মুখ ঘুরিয়ে নিয়েছেন আমিরের থেকে। ডেট নিয়ে সমস্যা তৈরি হওয়ায় আমিরের ছবি 'দঙ্গল' থেকে পিছিয়ে এসেছেন কঙ্গনা। তিনি 'মিনা কুমারী' নিয়ে ব্যস্ত।