বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
আমি গানের মানুষ, গান নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। সম্প্রতি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তিন পুরুষের গান [হাসন রাজা, রাধা রমন, ও শাহ আবদুল করিম] নিয়ে একটি অনুষ্ঠান শেষ করলাম। অনেক দিন পর একটি ভালো অনুষ্ঠান করলাম।
নতুন অ্যালবামের কী খবর?
এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে ইন্ডিয়া থেকে হাসন রাজার ওপরে একটি নতুন অ্যালবামের কাজ শুরু করব। হাসন রাজার কিছু ভিন্ন ধারার ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানোর ইচ্ছা আছে। এবারের অ্যালবামটি একটু সময় নিয়ে করব। আশা করছি শ্রোতারা ভিন্ন কিছু খুঁজে পাবে এই অ্যালবামে।
আগের অ্যালবামগুলো থেকে এই অ্যালবামের পার্থক্য কি থাকছে বলে মনে হয়?
এবারের অ্যালবামে থাকছে হাসন রাজার একটু কম প্রচলিত ও গবেষণাধর্মী কিছু গান। অ্যালবামটি পরিচালনার কাজ করছেন ইন্ডিয়ার একজন প্রথম সারির সংগীতজ্ঞ। তবে আমার ইচ্ছা এতে দেশীয় সব বাদ্যযন্ত্র ব্যবহার করা।
মোবাইলফোন কোম্পানিগুলো থেকে অ্যালবাম প্রকাশ করা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
বর্তমানে আমাদের দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। আর বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়েই মোবাইলের মাধ্যমে গান শোনে। এর ভালো-খারাপ দুটি দিকই আছে। ভালো দিকটা হলো, এতে শিল্পীরা উপকৃত হবে। আর পাইরেসির হাত থেকে অ্যালবামটি রক্ষা পাবে। অন্যদিকে এর ফলে অন্য কোম্পানির গ্রাহকরা কিছুটা সময়ের জন্য এ গান শোনা থেকে বঞ্চিত হবে। তবে আমি মনে করি, প্রতিটি অ্যালবাম একটি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি হওয়া দরকার।
অডিও জগতের অবস্থা শোচনীয়, এ ব্যাপারে আপনার মতামত কী?
হ্যাঁ আমি একমত। তবে শ্রোতারা গান শোনা কমিয়ে দিয়েছে বলে মনে হয় না। বরং আরও বেশি শুনছে, তবে শোনার মাধ্যম বদলে গেছে। সবাই গান শুনছে মোবাইলফোনে। ইন্টারনেটে ডাউনলোড হয়ে যেখানে সব গানই আসে চোরাপথে। তাতেই দেশের অডিও শিল্প ধ্বংসের মুখে পড়েছে।
পরিত্রাণের কোনো উপায় আছে কি?
অবশ্যই আছে। সবাই মিলে চেষ্টা করলে একটা পথ অবশ্যই বের করা যাবে।
নতুনদের গান কেমন লাগে?
নতুনদের মধ্যে অনেকের গান আমার ভালো লাগে। আমার মনে হয় এ রেভলিউশনটি তৈরি করেছেন হাবিব। তার পাশাপাশি আরও ভালো কিছু ছেলেমেয়ে এসেছে যারা হাসন রাজা, শাহ আবদুল করিম ও রাধা রমনের গান ভালো গায়।
* আলী আফতাব