ভারতের পাঞ্জাব রাজ্যের মোহালিতে হানিট্র্যাপের মাধ্যমে একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ট্রান্সজেন্ডার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহালির ফেজ ৩বি২ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত নারী গাড়ির ভেতরে অশ্লীল কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলতেন। পরে গোপনে ওইসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন।
খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
মাতাউর থানার এসএইচও কুলবন্ত সিং এবং ডিএসপি পৃথ্বী সিং চাহালের নেতৃত্বে বুধবার অভিযান চালিয়ে ‘মানবী’ নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। মানবী পাঞ্জাবের খারার দেশু মাজরা রোডের শিমলা হোমস এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত মানবীসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ফেজ ৩বি২ মার্কেট এলাকায় সাধারণ মানুষকে টার্গেট করে আসছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযানে গেলে মানবীকে হাতেনাতে আটক করা হয়। চক্রটিতে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএসপি পৃথ্বী সিং বলেন, “এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
বিডি প্রতিদিন/আশিক