'পিকু' দিয়ে দারুণ শুরু করলেন দীপিকা। প্রমাণ করলেন, বলিউডের রানী তিনিই। কমেডি-ড্রামা ধাঁচের সিনেমা 'পিকু' মুক্তির চার দিনে আয় করেছে ২৯ কোটি রুপি। আর দীপিকার ঝুলিতে জমেছে আরেকটি সফল সিনেমা। বিশ্লেষকরা বলছেন, দীপিকা আরও একবার প্রমাণ করেছেন কেবল নাচ-গানেই নয়, অভিনয়েও পারদর্শী তিনি। ২০১৩ সালের পর থেকে সবচেয়ে ব্যবসাসফল নায়িকা হওয়ার তকমাটা দীপিকার কাছেই আছে।