নতুন প্লেব্যাকে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। সাইফ চন্দন পরিচালিত 'টার্গেট' ছবির জন্য তিনি কণ্ঠ দিয়েছেন। 'ও জানটুস তুই শোন না' শিরোনামে গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ন।
'টার্গেট' ছবিটিতে অভিনয় করছেন অনিসুর রহমান মিলন, আইরিন, নিরব,মিশা সওদাগর,তানভীর,অর্মিতা খান,তন্ময়। বর্তমানে ছবিটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক চন্দন। ঈদের পরে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন প্রযোজক আশাদ আদনান।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৫/ রশিদা