পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত আসর কান চলচ্চিত্র উৎসবের। বুধবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ৬৮তম আসরের। অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর কান উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। গতবারের মতো এবারও কান অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফরাসি অভিনেতা ল্যাম্বার্ট উইলসন।
বরাবরের মতো এবারও কান উৎসবে বিশ্ব তারকাদের পাশাপাশি অংশ নিচ্ছেন বলিউড অতিথিরাও। তালিকায় আছেন চার সুন্দরী- ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত এবং ক্যাটরিনা কাইফ। প্রথম তিন অভিনেত্রী কানে অনেকবার দ্যুতি ছড়িয়েছেন। কিন্তু প্রথমবারের মতো অংশ নিলেন ক্যাটরিনা কাইফ।
প্রতিবার কান উৎসব এলেই ঐশ্বরিয়া রাই বচ্চন সরব হয়ে উঠেন। তিনি লাল গালিচায় বারবার হাঁটছেন। তাই মজা করে তাকে দক্ষিণ এশিয়ার কান-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়। অন্যদিকে সোনম কাপুরও কম যান না। তিনিও অনেকবার কান-এর লাল গালিচায় হেঁটেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। এই সুহাসিনি এ নিয়ে গর্বিতও। আর মল্লিকা শেরওয়াত তো সারা বছর ডুব মেরে থাকেন। কান উৎসব এলেই ঢোল-তবলা বাজিয়ে সরব হয়ে উঠেন। এবারও তাই হচ্ছে। তাই সবদিক বিবেচনা করে এবারের কান ক্যাটরিনার জন্য বিশেষ গুরুত্বের। প্রথমবার এমন অভিজাত একটি আসরে অংশ নিয়েছেন। লাল গালিচায় হেঁটেছেন। আর তাই লালগালিচায় হাঁটার পরপরই খুশিতে সেই ছবি দিয়ে টুইট করে ফেললেন ক্যাটরিনা। লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এলেন ক্যাটরিনা। লালগালিচায় তার পরা কালো লেসের পোশাকটি ডিজাইন করেছেন অস্কার ডি লা রেন্টা। অবশ্য এর আগেই টুইটারে ভক্তদের জন্য পোশাকটি পরে একটি ছবি পোস্ট করেন তিনি।