বলিউডের এক অনন্য নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা এবং মর্যাদা পেয়েও যেন সাফল্যের চাকা থামছে না বিদ্যা বালানের। এবার উইম্যান ইকনোমিক ফোরামের মতো মর্যাদাপূর্ণ সংস্থায় নারীদের নিয়ে বক্তব্য দিতে ডাক পেলেন তিনি। বিদ্যা বালান রুপালি পর্দা যেমন কাঁপিয়েছেন, তেমনি মঞ্চ নাটকেও তার দক্ষতা কম নয়। আর সিনেমায় এ নিয়ে যে কটি চরিত্রে তাকে দেখা গেছে, বলা যায় তার প্রায় সবকটিই ছিল নারীদের অনুপ্রেরণা জোগানোর মতো। আর এ কারণেই গোয়াতে অনুষ্ঠিত ওই ফোরামে নামিদামি লেখক, রাজনীতিবিদ এবং উদ্যোক্তাসহ অনেক হেভিওয়েট ব্যক্তির পাশে দাঁড়িয়ে নারী নেতৃত্ব নিয়ে কথা বলবেন তিনি। তবে মূলত চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়েই বলবেন বিদ্যা। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিদ্যা। তিনি বলেন, 'আমাকে এমন এক আসরে ডাকা হয়েছে, যার মূল্য অনেক। আমি আসরের উচ্চতার তুলনায় নগণ্য। তাই আমাকে বক্তৃতা দিতে ডাকায় আমি অসম্ভব রকমের খুশি। আমি চেষ্টা করব সবার আস্থা অর্জনের'।