প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের [ইমা]-এর বনভোজন। গাজীপুরের শিল্পকুঞ্জে দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হবে। এতে ইমার সব সদস্য অংশ নিচ্ছেন। বনভোজন রঙিন করে তুলতে থাকবে বিনোদনের নানা ব্যবস্থাও। সংগঠনের সভাপতি এনটিভির হেড অব মার্কেটিং রঞ্জন কুমার দত্তের নেতৃত্বে সংগঠনটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই সবাইকে অনুপ্রাণিত করতে এই বনভোজনের আসর। সভাপতি বলেন, 'আমরা তো শুধু কাজ নিয়েই থাকি। তাই নিজেদের সতেজ করতে বনভোজন। এখানে আমাদের সব সদস্য অংশ নিচ্ছেন। সবার অংশগ্রহণে আমরা উৎসব করতে পারছি, এটা অনেক আনন্দের ব্যাপার'। তিনি আরও বলেন, 'সংগঠনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আনার জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বনভোজন তারই একটি ছোট্ট উদাহরণ'।