বাংলাদেশ প্রতিদিনের গত ১২ মে শোবিজ পাতায় 'ভালো নেই দুই হাসির রাজা' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এখানে অভিনেতা আনিস এবং টেলিসামাদকে নিয়ে খবর প্রকাশ হয়। খবরে দুজনেরই শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়। কিন্তু আনিস এ বিষয়ে কোনো আপত্তি না জানালেও ভিন্নমত পোষণ করেছেন টেলিসামাদ। তিনি দাবি করেছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। রিপোর্টে উল্লিখিত অসুস্থতার বিষয়টিতে তার আপত্তি রয়েছে। তার বক্তব্য- সম্পূর্ণ সুস্থভাবে তিনি আবার অভিনয় শুরু করেছেন।