অভিনয় জীবনে শমী কায়সারের প্রথম সহশিল্পী ছিলেন আবুল হায়াত। পরবর্তীতে আবুল হায়াতের নির্দেশনাতেও শমী অভিনয় করেছিলেন। দীর্ঘ একযুগ পর আবুল হায়াতের নির্দেশনায় আবারো অভিনয় করছেন শমী কায়সার। 'আকাশের ওপারে আকাশ' ধারাবাহিকে দেখা যাবে তাকে। ধারাবাহিকের গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে। তাই আগ্রহ নিয়ে অভিনয় করছেন শমী। শুটিংও শুরু হয়েছে। শুটিং স্পট থেকে তোলা ছবি।