ভালোই জমিয়ে নিয়েছেন আনুশকা শর্মা। বলিউডেও হিট, প্রেমেও হিট। ২০১৫ সালটা বেশ ভালোই কাটছে বলিউডের এ অভিনেত্রীর। এনএইচ টেন সিনেমার সাফল্যের পর বম্বে ভেলভেট সিনেমায় তার অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। এর আগে পিকে তো দুনিয়া মাত করেছে। এ যাবৎ তার অভিনীত সিনেমাগুলোর প্রত্যেকটিতেই তার চরিত্রগুলো প্রশংসা পেয়েছে। চারিদিকে যখন আনুশকা বন্দনা, তখন তিনিই কিনা ইঙ্গিত দিলেন সিনেমা জগতকে বিদায় জানাবার।
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে অনুশকা বলেছেন, কোনো কিছুতে দীর্ঘদিন ধরে থাকাটা তার আসে না।
তিনি আরো বলেছেন, 'আমি আগামী বছরেই ছেড়ে দিতে পারি। পরিবার ছাড়া কোনো কিছুতেই জড়িয়ে পড়ি না আমি। এখন কাজের সঙ্গে যুক্ত কারণ আমি তা উপভোগ করছি। কাজ করতে ভালো লাগলে চালিয়ে যাব। কিন্তু তা না হলে আর কাজ করব না।'
এ পর্যন্ত রব নে বানা দি জোড়ি, বদমাশ কোম্পানী, ব্যান্ড বাজা বারাত, পাতিওয়ালা হাউজ, লেডিস ভার্সেস রিকি ভেল, যাব তাক হ্যায় জান, মাতরু কি বিজলী কা মান্দোলা, পি.কে, এনএইচ ১০, বোম্বে ভেলভেট এবং দিল ধাড়কানে দো সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শর্মা।
এদিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সম্পর্কটাও বেশ পাকা হয়েছে এ অভিনেত্রীর। যে কোনো মুহূর্তেই বিয়ের পিঁড়িতে বসে পড়তে পারেন। তাহলে কি অভিনয় ছেড়ে সংসারী হওয়ার চিন্তা করছেন এ তারকা? নাকি বিরাটের পরিবারের কোন চাপ?
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/ এস আহমেদ