রেড কার্পেটকে যেন আরও লাল আঁভায় রাঙিয়ে দিলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছেন বলিউডের এ অভিনেত্রী। ১৩ মে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই লালগালিচায় নিজের রূপ দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। দ্বিতীয় দিনেও কানের লালগালিচা মাতিয়েছেন এ তারকা।
কমমেটিকস ব্র্যান্ড ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কান উৎসবে হাজির হয়েছেন ক্যাটরিনা। ১৪ মে কানের দ্বিতীয় দিনে ম্যাড ম্যাক্স: রোড ফিউরি সিনেমার বিশেষ প্রশর্দনীতে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় তিনি লাল রঙের এলি সাব গাউন পরেছিলেন। এ সময় অন্যান্য ল’রিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সঙ্গে লালগালিচায় হাঁটেন ক্যাট।
ক্যাটরিনার স্টাইলের দ্বায়িত্বে ছিলেন মাইকেল অ্যাঞ্জেল। মেকআপ করেছেন শার্লট উইলার। এবং চুলসজ্জায় ছিলেন স্টেফেন ল্যানসিয়েন।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/ এস আহমেদ