হলিউড তারকা জনি ডেপ এখন ব্যস্ত পাইরেটস অব ক্যারিবিয়ান সিনেমার পঞ্চম সিক্যুয়েলের শুটিং নিয়ে। কিন্তু এ ব্যস্ততার মধ্যে হঠাৎ করে অস্ট্রেলিয়া ছেড়ে চলে আসতে হলো এ তারকাকে। এ অভিনেতার দুইটি কুকুর বাঁচাতেই তাকে এ কাজ করতে হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাতে জনি ডেপ এবং তার স্ত্রী অ্যাম্বার হেয়ার্ড একটি ব্যক্তিগত জেট বিমানে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে অস্ট্রেলিয়াতে শুটিং করতে এসে সঙ্গে নিজের দুই কুকুর পিস্তল এবং পো কে সঙ্গে নিয়ে এসেছিলেন জনি। কিন্তু অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রী বার্ণাবি জয়েস ডেপকে তার কুকুর দুটিকে ৫০ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়া থেকে সরিয়ে ফেলতে বলেন। সঙ্গে সতর্ক করেন, যদি ডেপ এমনটি না করেন তাহলে তার কুকুর দুটিকে মেরে ফেলা হবে।
অস্ট্রেলিয়ার আইন ঠিকমতো না মানার কারণে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জয়েস দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সরকারও জনি ডেপের কুকুরদের তাদের দেশে অনুমোদন করবে না।
তিনি বলেন, ‘প্রশ্ন হলো যদি ডেপ আমাদের আইন অমান্য করেন, তাহলে তিনি কি যুক্তরাষ্ট্রের অাইন মান্য করেন? আমার চিন্তা যুক্তরাষ্ট্রের সরকার কি তাদের দেশে ওই কুকুরদের ফেরত নিবে? যদি না নেয় তাহলে তারা কোথায় যাবে?’
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/ এস আহমেদ