মঞ্চের সঙ্গে অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের সম্পর্ক রক্তের। মঞ্চ এবং দর্শকের জন্য নিজেকে দিয়েছেন উজাড় করে। আর তাই তার নাম উচ্চারিত হয় যথেষ্ট সম্মানের সঙ্গে। ফেরদৌসী মজুমদারকে এবার দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা পুরস্কার। 'চিত্ত আমার ভয় শূন্য উচ্চ আমার শির' শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে নাগরিক নাট্যাঙ্গনের আট দিন ব্যাপী উৎসব। তাদের ২০ বছর পূর্তিতে এ উৎসবেই আজীবন সম্মাননা পাচ্ছেন এই নাট্যজন। মঞ্চে সারা জীবন দুর্দান্ত অভিনয় করে মানুষের মন জয় করার জন্য এ সম্মাননা জানানো হবে। ২০ থেকে ২৮ মে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উৎসব চলবে।
উৎসবে থাকবে ঢাকার পাঁচটি এবং ভারতের দুটি দলের পরিবেশনা। এগুলো হচ্ছে ঢাকা থিয়েটার, সময়, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল [সিদ্ধেশ্বরী], পদাতিক নাট্য সংসদ, ভারতের নয়ে নাটুয়া ও আভাস। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নাট্যকার শম্ভু মিত্রের ১০০ ও উইলিয়াম শেকসপিয়রের ৪৫০ বছর স্মরণে নিবেদন করা হচ্ছে এই উৎসব।