সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও ব্যক্তিগত ওয়েবসাইটে অভিনেত্রী সানি লিওনের আপত্তিকর নগ্ন ছবি ও পোস্ট নিয়ে অভিযোগ তুলে এবার এই অভিনেত্রীকে কানাডায় ফেরত পাঠানোর দাবি জানিয়েছে একটি হিন্দু রক্ষণশীল সংগঠন। হিন্দু জনজাগ্রতি সমিতি [এইচজেএস] নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। খবর দ্য হিন্দুর
অঞ্জলি পালান [৩০] নামে এক গৃহবধূ এইচজেএস'র একজন সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সানির ব্যক্তিগত ওয়েবসাইটে তার কয়েকটি অশ্লীল ছবি ও পোস্ট নিয়ে আপত্তি তোলে মুম্বাইয়ের দম্বিভালি পুলিশের কাছে বৃহস্পতিবার রাতে একটি লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা নিবন্ধন করেছে। এমনটি এ অভিযোগের আরো বিস্তারিত তদন্তের জন্য মামলাটি সাইবার ক্রাইম সেলের কাছেও হস্তান্তর করা হয়েছে।
অঞ্জলি পালান [৩০] তার অভিযোগে লিখেন, সানি তার নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অশ্লীল পোস্ট ও ছবি ছেড়েছেন। সানির এই ধরনের ছবি ও কন্টেন্ট সাধারণ মানুষ বিশেষ করে বাচ্চাদের মনকে কলুষিত করছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
দম্বিভালি পুলিশ গতকাল এক বিবৃতিতে সানির বিরুদ্ধে মামলাটি নিবন্ধনের একথা জানিয়েছেন। ইন্ডিয়ান পেনাল কোডের ধারা ২৯২, ২৯২ এ, ২৯৪ আর/ডাব্লিউ ৩৪ অনুযায়ী সানির বিরুদ্ধে অভিযোগটি নিবন্ধিত হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়। এছাড়া ভারতীয় নারীদের প্রতিনিধিত্বকরণ ও তথ্য-প্রযুক্তি আইনের ৩ ও ৪ ধারী অনুযায়ীও ওই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৫/শরীফ