বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গল্প 'মেহের নেগার' নিয়ে অনেক নাটক-চলচ্চিত্র নির্মিত হয়েছে। নতুন করে গল্পটি নিয়ে আবারও নির্মিত হয়েছে নাটক। একই শিরোনামের এই নাটকে মেহের নেগার চরিত্রে অভিনয় করেছেন শখ। শফিকুর রহমানের নাট্যরূপে এটি পরিচালনা করছেন বি ইউ শুভ।
'মেহের নেগার' চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত শখ। তিনি বলেন, 'সাহিত্যনির্ভর নাটকে আমাকে খুব একটা দেখা যায় না। তাই মেহের নেগার চরিত্রটি ছিল আমার জন্য খুবই লোভনীয়। চরিত্রটিতে অভিনয় করতে পেরে দারুণ আনন্দ লাগছে।' তিনি আরও বলেন, 'আসলে অভিনেত্রী হিসেবে সাহিত্যনির্ভর নাটকে অভিনয় করে ভিন্ন স্বাদ পাওয়া যায়। তৃপ্তিও লাগে। আর এ নাটকটিতে অভিনয়ের জন্য আমি প্রস্তুতিও নিয়েছি। গল্পটি পড়েছি, চরিত্র নিয়েও ভেবেছি।'
সম্প্রতি পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ মে রাতে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে জানা গেছে।