'ব্যাড বয়' ভাবমূর্তির কারণে নিজেকে নিয়ে বেশ হতাশ সংগীতশিল্পী জাস্টিন বিবার। নিজেকে নিয়ে সমালোচনা আর নিতে পারছেন না তিনি। বিবার বলেন, 'দিন দিন রূঢ়, অসামাজিক এবং অমার্জিত হয়ে গিয়েছিলাম আমি। আমাকে থামানোর কেউ ছিল না। আমার মা আমার এ অত্যাচার সহ্য করে গেছেন দিনের পর দিন। আর ভালো লাগে না এ জীবন।'
বিবার আরও বলেন, 'পেছন ফিরে তাকিয়ে দেখলাম, নিজেকে নিয়ে আমি হতাশ। আমাকে নিজের ভুল স্বীকার করতে হবে। বলতে হবে, আমি দুঃখিত। আমি বরাবরই সৎ একজন মানুষ হতে চেয়েছি। আমি সবাইকে জানাতে চাই, আমার ভুলগুলো দিয়ে আমাকে বিচার করবেন না। আমি এমন একজন যে সত্যিই সবাইকে অনেক ভালোবাসে।'
ক্যারিয়ারের শুরুর দিকে সব ঠিকঠাক থাকলেও বেশ কিছু দিন ধরে প্রায়ই নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন বিবার।