গতকাল শেষ হলো নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তির নাট্যোৎসব। প্রাপ্তি কতটুকু?
৪৩ বছর ধরে আমি নাটকের সঙ্গে যুক্ত আছি। আর ড. ইনামুল হক যুক্ত আছেন ৫৬ বছর। আমাদের প্রাপ্তি অনেক আগেই ঘটেছে। আমরা আমাদের প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে ভাবছি না। নতুন প্রজন্মকে নিয়ে ভাবছি, আর দলের সদস্যদের নিয়ে ভাবছি। তাদের প্রত্যাশা অনেক। তাদের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলাতেই এ উৎসবের আয়োজন।
এবারের উৎসবের বিশেষত্বটা কী?
কলকাতার নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের ১০০ বছর পূর্তি ও বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেঙ্পিয়রের ৪৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের উৎসব তাদের দুজনকে উৎসর্গ করেছি।
বিদেশি নাট্যকাররা যে প্রেক্ষাপট নিয়ে নাটক লিখে থাকেন তাদের সঙ্গে আমাদের প্রেক্ষাপট অনেক ফারাক রয়েছে। তারপরও আমাদের বেশির ভাগ দল বিদেশি লেখকদের নাটককে প্রাধান্য দিচ্ছে। এতে কি আমাদের পিছিয়ে যাওয়ার কোনো কারণ থাকতে পারে?
না। সবার ভালোটাই আমরা গ্রহণ করি। বিদেশি নাটকগুলো আমরা শুধু অনুবাদই করি না, রূপান্তর এবং দেশজকরণ করি। যার কারণে খুব একটা সমস্যা হয় না। থিয়েটার সারাবিশ্বের মানুষকে এক করেছে।
২০ বছর পূর্তির উৎসবে নাগরিকের নতুন কোনো নাটক নেই কেন?
'লাল লাটিম' নামে নতুন একটি প্রযোজনা আমরা গুছিয়ে এনেছি। সেটা আমরা একটু ভিন্নভাবে প্রিমিয়ার শোর মাধ্যমে করতে চাই। প্রস্তুটিটা ভালোভাবে সম্পন্ন করতে পারিনি বলে নতুন এই প্রযোজনাটি উৎসবে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে খুব শিগরিই 'লাল লাটিম' মঞ্চে আসবে বলে আশা রাখি।
ফেরদৌসী মজুমদারকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে ২০ বছর পর আপনারা এই প্রথম নাট্যকর্মীদের আজীবন সম্মাননা প্রদানের রীতি চালু করলেন। তো এতদিন দেরি হলো কেন?
এতদিন আমরা নিজেদের ম্যাচিউরড ভাবতে পারিনি। যার কারণে আজীবন সম্মাননা প্রদানের নিয়মটা চালু করতে দেরি হলো। তবে এখন থেকে প্রতি উৎসবেই আমরা এ নিয়মটা অব্যাহত রাখব।
নাট্যচর্চা রাজধানীকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাদের এগিয়ে নেওয়া যায় কীভাবে?
অনুষঙ্গ, স্ক্রিপ্টিং ও অভিনয় কলা, আলোক প্রক্ষেপণ, সাউন্ড ইত্যাদি বিষয়ে ঢাকার বাইরের নাট্যকর্মীদের প্রশিক্ষণ না দিলে নাটকের চর্চায় ব্যাঘাত ঘটবেই। ঢাকার বাইরের নাট্যকর্মীদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আর এক্ষেত্রে শিল্পকলা একাডেমিকে এগিয়ে আসতে হবে।
নাটকে সরকার অনুদান প্রথা চালু করেছে। তবে হাতে গোনা দু-একটি দল ছাড়া অন্য কোনো দল এ অনুদান পাচ্ছে না। নাটক কি শুধু বড় দলই করবে?
এটা মিথ্যা কথা। সব দলই মোটামুটি অনুদান পাচ্ছে। মোস্তফা মতিহার