আট দিনের বিরতি শেষে আবার শুরু হচ্ছে আইপিএল ২০২৫। শনিবার থেকে ফিরছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উত্তাপ ও উত্তেজনা। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে মাঝপথে বন্ধ হওয়া প্রতিযোগিতায় ইতোমধ্যেই তিনটি দল ছিটকে পড়েছে, ফলে প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে এখন রয়েছে সাতটি দল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
গুজরাট টাইটান্স (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)
টেবিলের শীর্ষে থাকা গুজরাটের প্লে-অফে উঠতে প্রয়োজন মাত্র একটি জয়। বাকি তিনটি হারলে ঝুঁকিতে পড়তে পারে। ইংল্যান্ডের বাটলার ও দক্ষিণ আফ্রিকার কোয়েটজে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)
একটি জয়েই নিশ্চিত হবে তাদের জায়গা। তবে জস হেজলউড ও লুঙ্গি এনগিডির অনুপস্থিতি বোলিং আক্রমণে বড় ধাক্কা হতে পারে।
পাঞ্জাব কিংস (১১ ম্যাচে ১৫ পয়েন্ট)
দুটি ম্যাচ জিতলেই প্লে-অফে জায়গা পাকা। তবে বিদেশি দলে স্টোইনিস, জ্যানসেন না থাকায় ভারসাম্যে সমস্যা হতে পারে।
মুম্বাই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪ পয়েন্ট)
শেষ দুটি ম্যাচে জয় পেলে প্লে-অফ নিশ্চিত। হারলে ছিটকে যাবে। ভালো রান রেট তাদের বাড়তি সুবিধা দিতে পারে।
দিল্লি ক্যাপিটালস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট)
শেষ তিন ম্যাচ জিতলে নিশ্চিত প্লে-অফ, নাহলে অন্য দলের ফলাফলের উপর নির্ভর করবে। মিচেল স্টার্ক খেলবেন না, তবে নতুনভাবে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান।
কলকাতা নাইট রাইডার্স (১২ ম্যাচে ১১ পয়েন্ট)
অঙ্কের জটিল হিসাবেই রয়েছে টিকে থাকার সম্ভাবনা। রান রেট বাড়িয়ে রাখতে হবে। তবে বিদেশি খেলোয়াড়দের দলে থাকায় তেমন সমস্যা নেই।
লখনৌ সুপার জায়ান্টস (১১ ম্যাচে ১০ পয়েন্ট)
টানা হার তাদের চাপে ফেলেছে। পরবর্তী তিনটি ম্যাচ জিততেই হবে। একটি হারলেই বিদায় নিশ্চিত।
বাকি তিন দল সানরাইজার্স হায়দরাবাদ (১১ ম্যাচে ৭ পয়েন্ট), রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ৬ পয়েন্ট) এবং চেন্নাই সুপার কিংসের (১২ ম্যাচে ৬ পয়েন্ট) প্লে-অফে ওঠার আর সুযোগ নেই।
বিডি প্রতিদিন/মুসা