আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) এর লাইব্রেরিতে ‘জাপান কর্নার’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, ইশতিয়াক আবেদীন, সদস্য ড. কারমেন জেড লামাগনা, এআইইউবি-এর উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবদুর রহমান, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ও পাবলিক রিলেশনস অ্যান্ড কালচার সেকশনের ডেপুটি হেড জনাব ইয়ামামোটো কিওহেই এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, এআইইউবি-এর শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।
‘জাপান কর্নার’ প্রতিষ্ঠিত হয়েছে দ্য নিপ্পন ফাউন্ডেশন, জাপান-এর পৃষ্ঠপোষকতায় এবং টোকিও ফাউন্ডেশন ফর পলিসি রিসার্চ-এর প্রশাসনিক সহায়তায়। বাংলাদেশে জাপান দূতাবাসের সহযোগিতায় এই কর্নারে ১৮৬টি বই ও মাল্টিমিডিয়া উপকরণ প্রদান করা হয়েছে। যা জাপানের ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরে।
‘দ্য রিড জাপান প্রজেক্ট’-এর আওতায় অনুদান হিসেবে এসব বই প্রদান করা হয়েছে, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী তরুণ গবেষক ও শিক্ষার্থীদের কাছে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা।
বিডি প্রতিদিন/নাজমুল