নতুন করে আবার শুরু করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। না, অভিনয় নয়। অভিনয়ে তিনি নিয়মিতই। এখানে নতুন করে শুরু করার কিছু নেই। বরং অভিনয়ে দিন দিন নিজেকে আরও অনন্য উচ্চতায় নেওয়ার পথে রয়েছেন মৌসুমী। তাহলে কি নতুন করে শুরু করছেন তিনি? হ্যাঁ, সেটা প্রযোজনা। তিনি আবার চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন। আগামী ২৯ অক্টোবর মৌসুমীর মেয়ে ফাইজার জন্মদিন। এই জন্মদিনেই প্রযোজক হিসেবে নতুন ছবির মহরত ঘোষণা করবেন মৌসুমী। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
২৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমী অগণিত ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ১৯৯৭ সালে 'কপোতাক্ষ চলচ্চিত্র' নামের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবি 'গরীবের রানী' পরিচালনা করেন মনোয়ার খোকন। এরপর মুশফিকুর রহমান গুলজারকে দিয়ে 'সুখের ঘরে দুখের আগুন' ও মনতাজুর রহমান আকবরকে দিয়ে 'আমার বউ' ছবি দুটি নির্মাণ করেন। তারপর আর কপোতাক্ষ চলচ্চিত্র থেকে কোনো ছবি নির্মিত হয়নি। এখন প্রায় সাত বছর পর আবার ছবি নির্মাণের কথা ভাবছেন মৌসুমী। প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে 'আমি এতিম হতে চাই'। ছবিতে মৌসুমী ও ওমর সানি অভিনয় করবেন। নির্মাতা এখনো চূড়ান্ত হয়নি। মহরতের আগে চূড়ান্ত হবে। আর ছবিটি মৌসুমীর সঙ্গে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকবে ঋদ্দি টকিজ।