কেমন আছেন?
আমি সবসময় ভালো থাকি। ভালো থাকার জন্য যে সুন্দর বিষয়গুলো দরকার, আমি নিজের জীবনে তা চর্চা করি।
কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে হতাশা বেশি। জীবনবোধ চর্চার বিষয়গুলো থেকে অনেকেই দূরে।
হতাশা তো ব্যাধি। মানুষকে হতে হবে আশাবাদী। জীবনকে উপভোগ করতে হবে। শুধু আনন্দ উপভোগ করলেই হবে না, বেদনাও উপভোগ করতে হবে। বেদনা উপভোগ না করলে আনন্দের স্বাদ কখনোই বোঝা যাবে না।
আসল প্রসঙ্গে আসি। মঞ্চনাটককে অভিনয়ের পাঠশালা বলা হলেও বর্তমানে এই মাধ্যমটি অবহেলিত। কারণটা কী?
আগের মতো দর্শক এখন আর মঞ্চে আসছে না। আগে বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে প্রতিদিনই নাটক হতো। দর্শক তখন কোনো না কোনো নাটক দেখতে পেতই। কিন্তু বর্তমানে শিল্পকলায় নাটক হচ্ছে, কিন্তু নিয়মিত নয়। ফলে দর্শকসংখ্যা কমতে শুরু করেছে। অনেক নাট্যকর্মী টেলিভিশনে চলে গেছেন। কলকাতায় ২০০ বছরের থিয়েটারগুলোর বেশির ভাগই হারিয়ে গেছে। এখন তথ্যপ্রযুক্তির যুগ। দুনিয়া পাল্টে গেছে। এই যুগে মঞ্চ তো অবহেলিত হবেই। বাংলাদেশে প্রফেশনাল থিয়েটার কখনই গড়ে উঠবে না।
আপনি চলচ্চিত্র ও টেলিভিশন- দুই মাধ্যমেই কাজ করেছেন। তো তুলনামূলক পার্থক্যটা কোন ধরনের?
চলচ্চিত্রের সঙ্গে টেলিভিশনের কখনো তুলনা হয় না। টেলিভিশন একটা নির্দিষ্ট গণ্ডিতে নির্দিষ্ট বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকে। সাউন্ড, লাইট, বাজেট ও গ্ল্যামারসহ চলচ্চিত্রের সঙ্গে টেলিভিশনের প্রযুক্তিগত একটা বিশাল পার্থক্যও রয়েছে। গ্ল্যামার ওয়ার্ল্ডে চলচ্চিত্রই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
আপনি নৃত্যের সঙ্গেও যুক্ত। শাস্ত্রীয় নাচের চেয়ে মডার্ন নাচটা বেশি জনপ্রিয়। এর কারণ কী?
শাস্ত্রীয় নৃত্যের জনপ্রিয়তা নেই- এটা বলা যাবে না। মডার্ন নাচের এক ধরনের জনপ্রিয়তা আর শাস্ত্রীয় নাচের আরেক ধরনের জনপ্রিয়তা। আধুনিক গানের পাশাপাশি শাস্ত্রীয় সংগীত যেমন তার জনপ্রিয়তা ধরে রেখেছে, তেমনি আধুনিক নাচের পাশাপাশি শাস্ত্রীয় নাচও তার জনপ্রিয়তা ধরে রেখেছে।
বর্তমানে রাজনীতির প্রভাবে আমাদের সংস্কৃতি কিছুটা কলুষিত। এ নিয়ে আপনার বক্তব্য কী?
রাজনীতির কারণে কোনো ক্ষেত্রেই কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। রাজনীতি হচ্ছে একটা দর্শন। রাজনীতি আবার দুই ধরনের। সোভিয়েত ইউনিয়নে মার্কসবাদের প্রভাব থাকার কারণে একসময় সেখানকার সংস্কৃতি অনেক সমৃদ্ধ ছিল। কিন্তু বর্তমানে আমাদের দেশে যেটা চলছে সেটা রাজনীতি নয়, দলবাজি। দলবাজি আর রাজনীতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। রাজনীতির দর্শনটা ভালো কিন্তু দলবাজিটা ভালো নয়।
মোস্তফা মতিহার