প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত। সীমান্তে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে—যা দুই পক্ষেরই ক্ষতির কারণ হয়েছে।
এই সব ঘটনাকে ভিত্তি করেই বলিউডে তৈরি হয়েছে একের পর এক যুদ্ধ ঘরানার সিনেমা, যেখানে ভারতীয় সেনাদের বীরত্ব ফুটিয়ে তোলা হয়। সীমান্ত উত্তেজনা বা হামলার ঘটনার পর এসব গল্পকে পর্দায় তুলে আনতে খুব একটা দেরি করে না মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি।
এরকম সিনেমাগুলো দেখে অনেক ভারতীয় দর্শকের মাঝে 'দাপুটে মনোভাব' তৈরি হয়। তবে পাশের দেশগুলোর দর্শকদের অনেকেই মনে করেন—ভারতের ‘যুদ্ধ জয়’ মূলত সিনেমাতেই সীমাবদ্ধ! সাম্প্রতিক সংঘাত ঘিরে এবারও আসছে এমনই একটি নতুন ছবি।
বলিউড সূত্র জানায়, ২০২০ সালে গালওয়ান ভ্যালিতে ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অপূর্ব লাখিয়া। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পটভূমি তুলে ধরা হবে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, সেই ছবিতে ভারতের একজন দাপুটে সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে পারেন সালমান খান। এমনটাই বলিউডে গুঞ্জন।
জানা গেছে, পরিচালকের সঙ্গে সালমান খানের প্রাথমিক আলোচনা ইতোমধ্যে হয়েছে। সিনেমার কাহিনি ও চরিত্র নিয়ে আলোচনাও এগিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টিউবলাইট’ সিনেমায়ও ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সালমান খান অভিনয় করেছিলেন এক সাধারণ নাগরিকের ভূমিকায়। এবার সরাসরি সেনার চরিত্রে অভিনয় করলে সেটি হবে তার জন্য নতুন অভিজ্ঞতা।
সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
বিডি প্রতিদিন/আশিক