শো কিংবা কনসার্টে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়া নতুন কিছু নয়। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় ভারতীয় গায়ক সনু নিগম। তার অভিযোগ, কন্নড় ভাষায় গান না গাওয়ায় এক ছাত্রের অভব্য আচরণের শিকার হন তিনি। ঘটনার প্রতিবাদে মঞ্চেই রেগে গিয়ে বলেন, ‘এই কারণেই পেহেলগামে হামলা হয়েছিল।’
সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠিত এক কনসার্টে গান পরিবেশন করছিলেন সনু নিগম। অনুষ্ঠান চলাকালীন দর্শকাসনের এক ছাত্র আচমকা দাঁড়িয়ে কন্নড় ভাষায় গান গাওয়ার দাবি তোলে এবং চিৎকার করতে থাকে।
সনু নিগম জানান, ছাত্রটির আচরণ হুমকির মতো ছিল। তিনি গান থামিয়ে বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই বহু ভাষায় গান গেয়েছি, যার মধ্যে কন্নড় ভাষাও রয়েছে। কর্নাটকে আমি নিয়মিত অনুষ্ঠানে অংশ নেই। এখানকার মানুষজন আমাকে আপন করে নিয়েছেন। কিন্তু এই ছেলেটির আচরণ অত্যন্ত অশোভন। সে জন্ম নেওয়ার আগেই আমি কন্নড় গান গাইছি।’
এরপর সনু বলেন, ‘এই ধরনের অসহিষ্ণু মনোভাবই পেহেলগামে হামলার মতো ঘটনার জন্ম দেয়। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন, তাকে সম্মান করুন।’ তিনি আরও বলেন, ‘আমি গোটা বিশ্বে হাজার হাজার শো করেছি। হাজারো অনুরাগী এসেছেন আমার গান শুনতে। কয়েকজন চিৎকার করে কন্নড় গান চাইলেই তা অশ্রদ্ধার জায়গা হতে পারে না। অবশ্যই আমি কন্নড় ভাষায় গান গাইব, কারণ আমি সবার সংস্কৃতিকে সম্মান করি।’
এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই সনুর পক্ষ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ছাত্রটির আচরণের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/আশিক