বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বৃহস্পতিবার (১ মে) ৩৭তম জন্মদিন পালন করেছেন। বর্তমানে চলচ্চিত্র জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও, স্বামী বিরাট কোহলি ও দুই সন্তান নিয়ে পারিবারিক জীবনে ব্যস্ত তিনি। তবে জন্মদিনে আলোচনায় উঠে এসেছে বিরাট-আনুশকার প্রথম সাক্ষাৎ এবং সেই সময়কার একটি মজার ঘটনা।
ভারতের এই জনপ্রিয় ক্রিকেট তারকা প্রথমবার আনুশকার সামনে দাঁড়িয়ে রীতিমতো নার্ভাস হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর সামনে নিজেকে সামলাতে না পেরে উদ্ভট এক প্রশ্ন করে বসেন বিরাট।
২০১৯ সালের একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি জানান, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আনুশকার সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করেন তিনি। বিরাট বলেন, ‘আমি দাঁড়িয়ে ছিলাম আর ভিতরে ভিতরে কাঁপছিলাম। ওর লুক দেখে বুঝতেই পারছিলাম না কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ বলেই ফেললাম— “তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?” ভেবেছিলাম, ও হাসবে। কিন্তু সে এমন গলায় “এক্সকিউজ মি?” বলে উঠল যে আমি লজ্জায় গলে যাচ্ছিলাম। তখন নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল।’
তবে প্রথমবারের সেই অস্বস্তিকর কথোপকথনের পরও যে সম্পর্ক এতদূর গড়াবে, তা কেউই ভাবেননি।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির এক প্রাসাদে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন বিরাট ও আনুশকা। বিয়ের পর থেকেই বলিউড ও ক্রিকেটের এই যুগল হয়ে উঠেছে পপ সংস্কৃতির অংশ।
২০২১ সালের জানুয়ারিতে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, কন্যা ভামিকা। আর ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে ছেলে আকায়। বর্তমানে চারজনের পরিবার নিয়ে তারা সুখেই আছেন।
বিডি প্রতিদিন/আশিক