মুক্তির আগেই ২০০ কোটির ব্যবসা করেছে রজনীকান্তের ‘কাবালি’ সিনেমা। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে এই ছবি। ছবির একটা টিকিটের জন্য সব কিছু করতে রাজি রজনী ফ্যানরা। কিন্তু তাই বলে ‘কাবালি’-র টিকিটের জন্য সরকারি সুপারিশ!
রজনীর নতুন ছবি ঘিরে এমনই কাণ্ড ঘটেছে। চেন্নাইতে গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে একটি চিঠির ছবি অনেকেই পেয়েছেন। তাতে দেখা যাচ্ছে থিরু রিজওয়ান নামে এক ব্যক্তিকে যাতে ‘কাবালি’ ছবির প্রথম দিনের প্রথম শো-এর দশটি টিকিট দেওয়া হয়, তার জন্য সরকারি প্যাডে রীতিমতো একটি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন তামিলনাড়ু সরকারের এক মন্ত্রীর ব্যক্তিগত সচিব। ছবি মুক্তির সাত দিন আগে ১৫ জুলাই লেখা হয় চিঠিটি। সেখানে মন্ত্রীর সচিবের সই, সরকারি সিলমোহর সবই রয়েছে।
এই থিরু রিজওয়ান ব্যক্তিটি কে তা এখনও জানা যায়নি। চিঠিটির সত্যতাও এখনও যাচাই করা হয়নি। কিন্তু ‘কাবালি’ ঘিরে রজনী ফ্যানদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে, তা এই চিঠি থেকেই পরিষ্কার।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-০২