পাকিস্তানে নিষিদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন! না, ঠিক সানি নন। সাবেক এই পর্নস্টারের পারফর্ম করা গানকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সেন্সর বোর্ড।
আগামী বছর মুক্তি পাবে শাহরুখ খানের পরবর্তী বিগ বাজেটের ছবি 'রইস'। আর সেখানেই একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সানি। কিন্তু গোটা ছবিটি দেখানো গেলেও ওই একটি গান নিয়েই নাকি আপত্তি তুলেছে দেশটির সেন্সর বোর্ড। তাই পাকিস্তানে ‘রইস’ মুক্তি পেলেও দেখানো হবে না সানির আইটেম গানটি।
ছবিতে শাহরুখ ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি, মাহিরা খানের অভিনয় দেখবেন দর্শক। তবে এই বিষয়টি নিয়ে ‘রইস’ ছবির সঙ্গে সংশ্লিষ্টদের কেউই এখনও মুখ খোলেননি।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৬/মাহবুব
কল্যাণপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাক