শপথ নিল টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নব-নির্বাচিত কমিটি।
বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন ড. ইনামুল হক, এস এম মহসিন, খাইরুল আলম সবুজ, আজিজুল হাকিম, গিয়াস উদ্দীন সেলিমসহ অনেকে।
গত ২২ জুলাইয়ের নির্বাচনে গাজী রাকায়েত সভাপতি ও এস এ হক অলিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হন সৈয়দ শাকিল, কচি খন্দকার, সকাল আহমেদ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন হৃদি হক, মাসুদ মহিউদ্দিন। সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, অর্থ সম্পাদক নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং প্রচার সম্পাদক নির্বাচিত হন জুয়েল মাহমুদ।
এরই সঙ্গে ১০ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন, আহমেদ ইউসুফ সাবের, ফজলুল হক, মিলন ভট্টাচার্য, মারুফ মিঠু, সাজ্জাদ সনি, কায়সার আহমেদ, কৌশিক শংকর দাশ, ফিরোজ খান, শামীমা শাম্মী ও ফেরারি অমিত।
বিডি প্রতিদিন/ ২৭ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন