মা হারা রিনি বাবা ও বড় ভাইয়ের বড় আদরের। তারা রিনিকে মায়ের অভাব বুঝতে দেয়নি। একদিন ফাহাদ নামের এক ছেলের ফোন আসে। কথা বলার পর ছেলেটিকে ভালো লেগে যায় রিনির। আর সেই ভালোলাগা থেকে ভালোবাসা। তারপরও সব ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন ফাহাদের ফাঁদে পড়ে রিনি ওর ঘরে অন্তরঙ্গ সময় কাটায়। এরপরই সব এলোমেলো হয়ে যায়।
রিনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় ফাহাদ। এটাই ফাহাদের আসল রূপ। মেয়েদেরকে পটিয়ে উদ্দেশ্য হাসিল করা। তবে তার জন্য অপেক্ষা করে নতুন এক বাস্তবতা। একদিন এক মেয়েকে ফাঁদে ফেলতে গিয়ে ফাহাদ নিজেই বিপদে পড়ে যায়- এমন গল্প নিয়ে এগিয়েছে টেলিছবি ‘আই হেট মাইসেলফ’।
এতে ফাহাদের ভূমিকায় অভিনয় করেছেন সজল। আর রিনির চরিত্রে আছেন শশী। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় ২৮ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টিভিতে দেখা যাবে ‘আই হেট মাইসেলফ’।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব