বাগদান সারলেন মডেল ও অভিনেত্রী নাফিজা কামাল ঝুমুর। গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এই বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
পাত্র সৈয়দ আসিফ হোসেন পেশায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
তবে বাগদান হলেও তাদের বিয়েটা এখনই হচ্ছে না বলে জানিয়েছেন ঝুমুর। তিনি বলেন, জমকালো পরিসরে বিয়ে সম্পন্ন হবে চলতি বছরের শেষ নাগাদ।
এদিকে পাত্র আসিফের সঙ্গে পরিচয় নিয়ে ঝুমুর জানান মজার তথ্য। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমেই। ঝুমুরের ভাষ্য, ''সবসময় আমার ফেসবুকে অনেকেই মেসেজ করেন। হঠাৎ একদিন দেখলাম আসিফ মেসেজ করেছে। তার লেখা মেসেজটা পড়ে খুব ভালো লাগে। এরপর থেকে হাই-হেলো দিয়ে চলছিলো। তারপর দু'জনের ভালোলাগা একটু একটু করে ভালোবাসায় রূপ নেয়। এবার আমরা সংসারী হতে যাচ্ছি।''
বাগদানে রোজ গোল্ড ও হীরাখচিত আংটিবদল করেছেন তারা। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের স্বজন ও কাছের বন্ধুরা ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ