বিভিন্ন কারণে সাম্প্রতিককালে বার বার বিতর্কে জড়াচ্ছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। টুইটারে তার একের পর এক পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। এবার বিতর্কের গণ্ডি ভারতের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে আমেরিকায়। কারণ এবার ঋষি কাপুর মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ছবি পোস্ট করে তাতে জুড়ে দিয়েছেন অশালীন ইঙ্গিতপূর্ণ কিছু শব্দ।
ঋষির সেই ছবিতে দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটনের হাত তার মুখের কাছে মুঠো করে ধরা। আর এই ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে,— “মোনিকা ব্যাপারটা ঠিক আছে তো? ইজ ইট রাইট?” মনিকা মানে মোনিকা লিউনস্কি। এরই সঙ্গে ঋষি লিখেছেন, “ইতিহাস পরখ করে নেওয়া গেল! ধন্যবাদ, এবি জুনিয়র! এটা যদি ঠিক না হত, তবে একটা বাজে স্বাদ মুখে লেগে থাকত!”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী হিলারিকে নিয়ে ঋষি কাপুরের এমন অশালীন পোস্টে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৬/মাহবুব