এক তরুণী মডেলের আপত্তিকর ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে কলকাতার অভিনেতা ও চিত্রগ্রাহক অনিকেতকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রথমে ওই তরুণীর সঙ্গে আলাপ গড়ে তোলে অভিযুক্ত অনিকেত। তাকে ছবিতে অভিনয়ের সুযোগ করে দেবে এই অজুহাতে আপত্তিকর কিছু ছবিও তুলে রাখে। পরে সেই ছবি দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেল শুরু করে সে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আপত্তিকর ছবি তুলে তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে জিম্মি করে ওই অভিনেতা। পরে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। একপর্যায়ে নিরুপায় হয়ে তরুণীটি এ বিষয়ে তার পরিবারের সঙ্গে আলাপ করে। পরে তার পরিবার অনিকেতের নামে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল শুক্রবার (২৯ জুলােই) রাতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। তার ভিত্তিতেই আজ শনিবার সকালে অভিযুক্ত অনিকেতকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ