এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় চরিত্র হিসেবে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করলেন শ্রাবন্তী। ছবির নাম 'শেষ সংবাদ'। শুক্রবার ছিল ছবিটির প্রিমিয়ার। সেভাবে তারকার সমারহ দেখা না গেলেও, একসঙ্গে হাত ধরে এসে সকলকে চমকে দিলেন শ্রাবন্তী ও কৃষাণ। এনগেজমেন্টের পর প্রথমবার একসঙ্গে কোন প্রিমিয়ারে তারা।
শ্রাবন্তীর 'শেষ সংবাদ' দেখার জন্য কৃষাণ ব্রজ যে কতটা উৎসুক তা বোঝা গেল তার কথাতেই। ছবি ঘিরে আশাবাদী কলাকুশলীরাও। পেশায় সাংবাদিক পরিচালক পল্লব গুপ্তর প্রথম ছবি "শেষ সংবাদ"। দেখুন সেই ছবির ট্রেলর-
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৬/হিমেল-২১