জান্নাতুল-ফেরদৌস-পিয়া। না, এটি তিন জনের কোন নাম নয়, নামটি এক জনের। পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। নামের তিনটি অংশের মতই তিনটি ক্ষেত্রে স্ব-মহিমায় নিজের অবস্থান তুলে ধরেছেন এই লাস্যময়ী। অর্থাৎ র্যাম্প, মডেলিং ও অভিনয়। বাংলাদেশের র্যাম্প ও মডেলিং জগৎকে যারা বিশ্ব দরবারে তুলে ধরেছেন তাদের মধ্যে অগ্রগ্রামী ভূমিকা রাখছেন পিয়া। পাশাপাশি পড়াশোনা করছেন আইন বিষয়ে। এরই মাঝে নতুন খবর হল- মুম্বাইয়ের সাড়া জাগানো ম্যাগাজিন ভোগের প্রচ্ছদে জায়গা পেতে যাচ্ছেন পিয়া।
সম্প্রতি এর ক্যামেরা অফ করে ঢাকায় ফেরেন পিয়া। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, ভোগ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সেলিব্রেটি ওয়াল্ডের অন্যতম আকর্ষণ থাকে এই ম্যাগাজিনটি। এবারের প্রচ্ছদ কন্যা হিসাবে দেখা যাবে আমাকে। তিনি আরও বলেন, মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে সম্প্রতি এর শুট আউট হয়। মুলত ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে ছিল এ আয়োজন। এর দায়িত্বে ছিলেন ভোগের ফ্যাশন এডিটর এনাইটা এ্যাদাজানিয়া। ক্যামেরায় ছিলেন ভারত শিখা আর হেয়ার স্টাইলে ছিলেন প্যারিসের প্রখ্যাত ফ্যাশন আইকন সাইরিলে।
উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতোমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল' পড়তে অফার লেটারও পেয়ে গেছেন। বর্তমানে দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করছেন পিয়া।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-১৭