গত এক দশক বলিউডে দাপিয়ে বেরিয়েছেন। এবার হলিউড। তাতেও একই রকমভাবে সফল। এসবের জন্য কখনও আপোস করেননি প্রিয়াঙ্কা চোপড়া। তেমনি ক্যারিয়ারের জন্য মাতৃত্ব নিয়েও আপোস করবেন না। বললেন, একটা নয়, অনেক সন্তানের মা হতে চান। তার আগে সঠিক সঙ্গী নির্বাচন করাটা জরুরি। এখনও কাউকে খুঁজে পাননি।
তিনি আরও জানিয়ে দিলেন, তিনি ঘোর নারীবাদী। সেই নারীবাদী নন, যারা পুরুষদের ঘৃণা করেন। কথায় কথায় খাটো করেন। তিনি শুধু স্বাধীনভাবে নিজের ইচ্ছায় বাঁচতে চান। যেমন এতকাল পুরুষরা করে এসেছেন। আর এই শিক্ষাটা পেয়েছেন মায়ের কাছ থেকে।
তার চিকিৎসক মা–ই নিজস্ব মতামত তৈরি করতে শিখিয়েছিলেন তাকে। স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে শিখিয়েছিলেন। এজন্য মাকে ধন্যবাদ দিলেন প্রিয়াঙ্কা। বাবা অশোক চোপড়ার মতো তার মা মধু চোপড়াও ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-২১