১৯৩৯ সালে রচিত ফিলিপ মিডোস টেইলর রচিত 'কনফেশন অব এ থাগ' উপন্যাস অবলম্বনে বলিউডে ছবি তৈরি হচ্ছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মাণের অপেক্ষায় থাকা ছবিটির নাম 'থাগ'। ছবিটি পরিচালনা করবেন 'ধুম থ্রি' খ্যাত নির্মাতা ভিজয় কৃষ্ণ আচার্য।
ছবিটিতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্ট আমির খানকেও। অমিতাভ নিজেই এ তথ্য জানিয়েছেন।
অমিতাভ বলেন, আমিরের সাথে কাজ করার সুযোগ পেয়ে অনেক সম্মানিত বোধ করছি। যশ রাজের সাথে আবারও চুক্তিবদ্ধ হলাম। এই ছবির মাধ্যমে ভিক্টরের সাথেও কাজ করার সুযোগ পাচ্ছি। এখন শুধু ছবির কাজ শুরুর অপেক্ষা।
আগামী বছরের শুরুতেই 'থাগ' ছবির কাজ শুরু হবে। সূত্র : বলিউড লাইফ
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা