আনুষ্ঠানিক বিয়েটা হয়নি তাই কিম কারদাশিয়ানের ‘ভাইয়ের বউ’ ঠিক বলা যায় না ‘ব্ল্যাক চায়না’কে। কিন্তু এই মুহূর্তে তিনি কিমের ভাই রব কারদাশিয়ানের সন্তানের মা হতে চলেছেন। রব ও ব্ল্যাক চায়নার সম্পর্ক বহুদিনের এবং আসন্ন সন্তান নিয়ে কারদাশিয়ান পরিবারে বেশ উৎসাহও রয়েছে। হয়তো তাই মার্কিন রিয়ালিটি টিভি তারকা ‘কারদাশিয়ান’ স্টাইল বজায় রেখে নিজের ‘বেবি বাম্প’ প্রদর্শনের জন্য ‘নগ্ন’ ফটোশুট' করলেন এই মডেল।
আগে ছিল কালো চুল, মাঝখানে রং বদলে লাল চুলেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু এবার কিম ও রব-এর বোন কাইলি জেনার-এর মতো নিজের চুলের রংটি প্রায় সাদা করে ফেলেছেন। কিছুদিন আগে থেকেই কিম-এর প্রেগনেন্সি স্টাইল স্টেটমেন্ট কপি করতেও শুরু করেছিলেন। বাকি ছিল কিম-এর মতো প্রায় নগ্ন ফটোশুট। সেটাও এবার সেরে ফেললেন ব্ল্যাক।
কিমের ভাই রবের এটি প্রথম সন্তান। কিন্তু ব্ল্যাক এই নিয়ে দ্বিতীয়বার মা হবেন। তার প্রথম সন্তান র্যাপার ‘তাইগা’-র সঙ্গে। এই তাইগা আবার বর্তমানে ‘কিম-রব’-এর বোন কাইলি জেনারের বয়ফ্রেন্ড। সত্যি! একেই বলে লিভ লাইফ ‘কারদাশিয়ান’ স্টাইল। আর এই ফ্যামিলি ট্রি মনে রাখতে গেলে বিশেষ পারদর্শিতা প্রয়োজন।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব