স্বচ্ছ ভারত অভিযানের অ্যাম্বাসাডার হলেন তিনি। তাই শনিবার নিজের হাতে মুম্বাইয়ের রাস্তার ওপর পড়ে থাকা নোংরা-আবর্জনা পরিষ্কার করলেন অমিতাভ বচ্চন। জে.জে হসপিটাল সংলগ্ন রাস্তায় তাকে দেখা যায় ঝাড়ু হাতে। স্বচ্ছ ভারত অভিযানের এই ক্যাম্পেইন-এ তার সঙ্গে যোগ দিয়েছিলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশও। নিজের ট্যুইটারে সেই ছবি শেয়ারও করেন বলিউড মেগাস্টার।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যখনই কাউকে রাস্তা নোংরা করতে দেখবেন তখনই থামান তাকে এবং বুঝিয়ে দিন সে খারাপ করছে। যখন আপনি এই কাজটা বার বার করবেন, তখন দেখবেন একটা পরিবর্তন আসছে”। এই সংক্রান্ত একটি বিজ্ঞাপনে গলাও দিয়েছিলেন তিনি। সেই বিজ্ঞাপনে লক্ষ্মীর রূপে দেখা গিয়েছিল কঙ্গনা রনৌতকে।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব