আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে করণ জোহর প্রযোজিত নিত্যা মেহরা পরিচালিত ছবি ‘বার বার দেখো’। ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই বেশ প্রশংসিত। আর তাই ছবির প্রমোশনে ব্যস্ত ছবির অভিনয় তারকা ক্যাটরিনা কাইফ আর সিদ্ধার্থ মালহোত্রা। এ জন্য বিভিন্ন শহরে শহরে সফর করছেন তারা।
সিনেমার প্রচারণায় গিয়ে ভক্তদের সঙ্গে কথা বলছেন, ফ্ল্যাশ মবের সঙ্গে রেলস্টেশনে নাচে মেতে উঠছেন ‘কালা চশমা’-র সুরে। আর এত কিছুর ধকলে ক্লান্তি আসাটাই স্বাভাবিক। সে কারণে প্রচারণায় যাওয়ার পথে গাড়িতে ঘুমিয়ে পড়লেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ।
আর ক্যাটের ঘুমের এই দৃশ্য ভিডিও করে নতুন প্রচারের জন্ম দিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ তার মোবাইলের ক্যামেরায় এই দৃশ্যধারণ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে চোখ বন্ধ করে বসে আছেন ক্যাট। ওদিকে সিড যে তার এই দৃশ্যের ভিডিও করছেন, সেই সম্পর্কে কিছুই জানতেন না নায়িকা।
নিচের লিঙ্কে দেখে নিন সিদ্ধার্থের দুস্টুমির ভিডিওতে ক্যাটরিনার ঘুম-
বিডি-প্রতিদিন/তাফসীর