তারকারা কি খেতে পছন্দ করেন এটা ভক্তমাত্রই জানতে চায়। এবং তারকারা তা জানানও। কিন্তু বলিউড অভিনেতা রণবীর কাপুরের পছন্দের খাবার কি তা শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে। কারণ তার পছন্দের খাবার নাকি কুমিরের মাংস! রণবীর বলেন, ‘‘কুমিরের মাংস খুব সফট, আর খেতেও ভালো।’’
কাপুর’স কিচেনের নানা গল্প শেয়ার করেছেন রণবীর কাপুর। দাদীর হাতের রান্না তার সবচেয়ে বেশি পছন্দের। রণবীরের ঠাকুমা নাকি ঘি ছাড়া রুটি তৈরি করার কথা ভাবতেই পারেন না। সেটা খেতে সুস্বাদু হলেও প্রচুর ক্যালোরি গেইন হয়ে যায়। তাই ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করার পর নিজের কুকের রান্নাই খান রণবীর। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ