এবার নাকি আমেরিকা জয় করতে যাচ্ছে রিল লাইফের মাস্তানি। এমনটাই বলছে বিদেশি ম্যাগাজিনগুলো। সম্প্রতি নিউইয়র্কের পেপার ম্যাগাজিনের ১০০০ বিউটিফুল গার্ল এডিশনের ফ্রন্ট পেজে দীপিকার দেখা মিলল সম্পূর্ণ এক নতুন আঙ্গিকে। এ এক অন্য দীপিকা। ব্ল্যাক আউটফিটে দীপিকা হার মানিয়েছে সব মডেলকে। দীপিকার ওয়াড্রব স্পনসর করেছে ফেনডি।
ইতোমধ্যেই সোশাল সাইটে ভাইরাল হয়েছে দীপিকার ম্যাগাজিনের ফোটো শ্যুটের ছবি। তা প্রশংশাও পাচ্ছে বেশ। একবার এই ম্যাগাজিনের পেজেই দেখা মিলেছিল কিম কারদাশিয়ানের নগ্ন ছবি। নিউইয়র্কের বেশ নাম করা একটি ম্যাগাজিন এটি।
কিছুদিন আগেই একটি ম্যাগাজিনের পেজে সুপার হট অবতারে দেখা দিয়েছিল পিগি চপস। আর সেই জায়গায় এবার দীপিকা।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৪