দরজায় কড়া নাড়ছে পূজা। চলতি মাসের শেষেই এই মহালয়া। তাই পূজা কমিটিগুলোর প্রস্তুতিও চলছে জোরকদমে। নাকতলা উদয়ন সংঘ এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান এবং পাওলি দামের নামও ঘোষণা করেছে। নায়িকাদের দিয়ে শ্যুট করানো হয়েছে পূজার থিমও।
গতবার নাকতলা উদয়নের প্রচারের মুখ ছিলেন শ্রীনন্দা শঙ্কর। তার আগেরবার ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পূজা কমিটির পক্ষ থেকে বাপ্পাদিত্য দাশগুপ্ত জানালেন, প্রত্যেকবার তারা পুজোর থিম অনুযায়ী ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাছাই করেন। এবারের থিমের মতো করেই নুসরাত আর পাওলির লুক তৈরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ সেপ্টেম্বর ২০১৬/এনায়েত করিম